ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সচেতন মুসলিম সমাজ।

সোমবার (৩ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ শুরু এসময় সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে একাত্মতা প্রকাশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।

এতে মুফতি সফিউল্লাহ ফুআদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএম ইমরান, মো. আশিকুর রহমান, মুফতি জহির, সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নানক, আব্দুল্লাহ জোবায়ের, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।

সুইডেন,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত